নওগাঁয় বাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ১৪:৪১

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায়

অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুইজন হচ্ছেন, উপজেলার সাটইল গ্রামের মৃত লালমন প্রামানিকের ছেলে অটোরিকশাচালক তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত লহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহত আজিজুল ইসলাম প্রতিবেশি তসলিম উদ্দিনের অটোরিকশায় করে উপজেলা সদর প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী নিবিড় ট্রাভেলস নামের বাসটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আজিজুল মারা যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ওআর)