সিলেটে ৮৭৩ জিপিএ-ফাইভের ২৯৬টি জেসিপিএসসির পকেটে

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৮:৫৪

২০১৮ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-ফাইভের সংখ্যা কমেছে। এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কম।

গতবার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

এ বছর জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৯৬৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-ফাইভ কমেছে ৮ হাজার ৭০৭ জন।

এদিকে এবার এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। যা গত বছরের থেকে ৯ দশমিক ৯২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছেন মোট ৮৭৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ১৭৩টি বেশি। গতবার জিপিএ-ফাইভ পান ৭০০ জন পরীক্ষার্থী।

এদিকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও সিলেট শিক্ষাবোর্ডে শতভাগ পাসের রেকর্ড গড়ল জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এ প্রতিষ্ঠানে ৫৩১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছে মোট ২৯৬ জন শিক্ষার্থী। ‘এ’ পেয়েছে ২২৫ জন। এ মাইনাস ৯ জন ও একজন পেয়েছে বি গ্রেড। সিলেট শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-ফাইভ প্রতিষ্ঠানটির দখলে।

প্রতিষ্ঠানের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধ্যক্ষ লে. কর্নেল শাখাওয়াত হোসেন। ভবিষ্যতেও এমন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজার নেতৃত্বে ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মেজর কামাল হোসেন।

এদিকে জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ তানভির আলম সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন উত্তীর্ণদের। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তাদের সাথে সংগঠনের হয়ে কাজের প্রত্যয় ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এমএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :