দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৯:২৮

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা পাসের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।

এই বোর্ডে এবার মোট পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ২২ এবং মেয়েরা ৬৪ দশমিক ৫১ শতাংশ।

গতবারের চেয়ে এবার পাসের হার কমে গেছে। গত বছর (২০১৭) পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৪ শতাংশ।

দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-ফাইভ পেয়েছেন দুই হাজার ২৯৭ জন শিক্ষার্থী, যার মধ্যে এক হাজার ৩৪৪ জন ছাত্র এবং ৯৫৩ জন ছাত্রী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ৬৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২১ হাজার ৩৩৪ জন। এবার পাস করেছে মোট ৭১ হাজার ৯৫১জন।

দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভাল করায় তাদের আনন্দ উল্লাস ছিল লক্ষ্য করার মত। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন এবং জিপিএ-ফাইভ পেয়েছেন ৩৭ জন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :