রেকর্ড মূল্যে অ্যালিসনকে দলে নিচ্ছে লিভারপুল

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ১৯:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। রেকর্ড মূল্যে অ্যালিসন বেকারকে দলে নিচ্ছে লিভারপুল। দুই ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক খবর না দেয়া হলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, ৭৫ মিলিয়ন ইউরোতে অ্যালিসন বেকারকে দলে ভেড়াচ্ছে লিভারপুল। এর আগে কোনো গোলরক্ষককে এতো দামে দলে নেয়নি কোনো ক্লাব।

রোমার স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ‘অ্যালিসনের লিভারপুলে যাওয়াটা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সামনে আসবে। একজন গোলরক্ষককে দলে নিতে তারা রেকর্ড মূল্যের প্রস্তাব দিয়েছে। আমরা তাতে রাজি হয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এখনো কিছুই চূড়ান্ত করিনি। কিন্তু এটা সত্য যে আলোচনায় অগ্রগতি হয়েছে। যখন আপনার সামনে এমন প্রস্তাব আসে তখন আপনাকে ভাবতে হয়। আমরা এর ভারো ও মন্দ উভয় দিক নিয়েই ভেবেছি। অ্যালিসনকে বিক্রি করা মানে আমাদের আকাঙ্ক্ষা কমে যাওয়া নয়। আমার কাছে আকাঙ্ক্ষা মানে হচ্ছে ঠিকঠাক ভেবে নিয়ে সঠিক কাজটা করা।’

তিনি বলেন, ‘আমি এখানে শক্তিশালী একটি দল গঠন করতে এসেছি। শুধু এক বছরের জন্য নয়। সামনে আরো অনেক বছর বাকি আছে। আমি শতভাগ নিশ্চিত যে সেটাই হবে।’

সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলের গোলরক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন অ্যালিসন। কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল পাঁচটি ম্যাচ খেলে তিনটি গোল হজম করে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এসইউএল)