‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির রাজনীতি করার অধিকার নেই’

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ২০:২৭

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘মহান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কখনো দেশে রাজনীতি করার অধিকার রাখে না।’

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ আয়েজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম, লক্ষ লক্ষ বাড়িঘর ও অর্থ সম্পদ ধ্বংসের বিনিময়ে এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে আমরা অর্জন করেছি আমাদের অমূল্য স্বাধীনতা। কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এদেশে জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধীরা আমাদের সকল অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তাই এই স্বাধীন দেশে কখনো স্বাধীনতাবিরোধী শক্তির রাজনীতি করার অধিকার নেই।  কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করতে চায় ষড়যন্ত্রকারীরা। মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি না পেলে স্বাধীনতাবিরোধীদের সন্তানরা এদেশে চাকরি পেয়ে দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়। এই ষড়যন্ত্র রুখতে হবে। 

স্থানীয় পৌর টার্মিনালে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা শ্রমিকলীগের সভাপতি মির্জা সুলাইমান।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/এলএ)