রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২০:৩৬

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনা অভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড এই আহ্বান জানান।

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এটি তৃতীয় বৈঠক। এর আগে ২০১৬ সালে ঢাকায় ও ২০১৭ সালে ব্রাসেলসে প্রথম ও দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

ইউয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন খুব চিন্তিত। ইউরোপীয় ইউনিয়ন চায় রোহিঙ্গা সসম্মানে তাদের দেশে ফিরে যাক। ইউরোপীয় ইউনিয়ন মনে-প্রাণে চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক।’

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করে আসছে। রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এই ব্যবস্থাপনা পরিচালক।

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৈঠকের আলোচনার বিষয়ে গানার উইগান্ডের কাছে জানতে চান সাংবাদিকরা। বৈঠকের বিষয়ে গানার উইগান্ড বলেন, ‘এই বৈঠকে মূলত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপের দেশগুলোতে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসী নিয়েও আলোচনা হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে ইউরোপীয় ইউনিয়ন এমন প্রশ্ন রাখা হয় গানার উইগান্ডের কাছে। জবাবে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, আর সেটা যেন অবশ্যই সব দলের অংশগ্রহণে হয়।’

বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘এটা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৈঠক। এটা তাদের সঙ্গে একটি নিয়মিত বৈঠক। এই বৈঠকে আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা একটি গুরত্বপূর্ণ ইস্যু ছিল। তাছাড়া ইউরোপে পোশাক শিল্প রফতানিসহ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি।’

ঢাকাটাইমস/১৯জুলাই/এনআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :