পুলিশের বিরুদ্ধে উপজেলা ভাইস-চেয়ারম্যানের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২১:৩০

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিরুদ্ধে উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মোহন সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মোহন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় গত ১২ জুন সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে ওৎ পেতে থাকা কুখ্যাত মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী শাহ আলম মেম্বর ওরফে আলম মোল্লা এবং দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল হোসেনের নেতৃত্বে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা ভাইস-চেয়ারম্যান মঈন উদ্দিন মোহনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয় লোকজন ভাইস-চেয়ারম্যানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হামলার ঘটনায় পরদিন হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। কিন্তু হামলার মামলা হলেও দৌলতপুর থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে উল্টো হামলাকারীদের সাথে সখ্য গড়ে তুলেছে। যার কারণে সন্ত্রাসীরা আবারও উপজেলা ভাইস-চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে। ফলে উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ তার পরিবারের লোকজন ভীতসন্ত্রস্ত ও শংকার মধ্যে রয়েছেন।

তিনি দৌলতপুর থানা পুলিশের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা ও তার প্রতিবাদ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একে ফজলুল হক কবিরাজসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :