নীলক্ষেতে ঢাবি ছাত্র-দোকানি হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২৩:৪৮ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২৩:২৫

বইয়ের দাম নিয়ে বিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নীলক্ষেতে দোকানিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নীলক্ষেতের বইয়ের মার্কেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জিলা হলের তাইজুল নামের প্রথম বর্ষের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্ররা। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহজাহান সরকার ঢাকাটাইমসকে জানান, রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নীলক্ষেতের বইয়ের মার্কেটে বই কিনতে যান। এসময় বইয়ের দাম কষাকষি নিয়ে দোকানি ও তার মধ্যে তর্ক হয়।

এক পর্যায় বই না নিয়ে ফেরত আসার সময় দোকানি ওই ছাত্রকে উদ্দেশ্য করে কটূ কথা বলেন।

পরে ওই ছাত্র ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের ডেকে নিয়ে আনেন এবং দোকানির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায় দোকানি ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নীলক্ষেতে বই ব্যবসায়ী মো শাহজাহান বলেন, ‘এক ছাত্রের বই কেনার সময় দাম নিয়ে একটু কথা কাটাকাটি হয় দোকানদারের সাথে। পরে সে বন্ধুদের ডেকে আনে এবং ঝামেলায় জড়ায়। এ সময় ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা না শুনলে পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে।’

এই ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় চারজন দোকান কর্মচারী আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা বলতে পারেনি তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। তবে কাউকে আটক করা হয়নি।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :