ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় বাংলাদেশি ব্রিটিশ অভিযুক্ত

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৮, ০০:৫০ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ০০:০০
প্রতীকী ছবি

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে’কে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমান।

দেশটির প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, ২০ বছর বয়সী এই তরুণ জঙ্গি গোষ্ঠি আইএসএর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১০ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ নেতাকে হত্যা করতে চেয়েছিলেন।

লন্ডনের ওল্ড বেইলি কোর্টে এই মামলার শুনানির হয়। তবে ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

পত্রিকার খবর অনুযায়ী, ব্রিটিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ‘এমআই ফাইভ’ এর সদস্যরা পরিচয় গোপন করে নাইমুরের সাথে অনলাইনে ঘনিষ্ঠ হন। নাইমুর ভেবেছিলেন তিনি আইএসের সদস্যদের সাথে কথা বলছেন।

আইএসএর সদস্য ভেবে ১৪ সেপ্টেম্বর টেলিগ্রামে ব্রিটিশ গোয়েন্দাকে পাঠানো বার্তায় নাইমুর লেখেন, ‘তোমরা কি আমাকে কোনো গোপন দলে অন্তর্ভুক্ত করতে পারবে? আমি পার্লামেন্টে বোমা হামলা করতে চাই। আমি টেরিজা মে কে হত্যা করতে চাই।’

পরের দিন পাঠানো বার্তায় নাইমুর আবার লেখেন, ‘লক্ষ্য পূরণই আমার একমাত্র উদ্দেশ্য। পার্লামেন্টের নেতাকে হত্যা করার চাইতে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না।’

পুলিশ বলছে, প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিসের গেটে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এই তরুণের। এরপর বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অফিসে ঢুকে ছুরি বা বন্দুক ব্যবহার করে হত্যা করা হতো টেরিজাকে। ডাউনিং নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও রাস্তার শেষ প্রান্তে পর্যটক ও দর্শনার্থীদের জন্য একটি গেট আছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

আদালতে শুনানিতে জানা যায়, নাইমুরের এক মামা সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছেন এবং তার কাছ থেকেই ব্রিটেনে হামলার পরিকল্পনার উৎসাহ পেয়েছেন নাইমুর। দুই বছর ধরে এই পরিকল্পনা চললেও কিন্তু গত বছর তার মামা সিরিয়ায় এক ড্রোন হামলায় মারা যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়।

২০১৭ সালের ২৮ নভেম্বর নাইমুরকে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দাদের একটি সাজানো বৈঠকে যোগ দিতে এলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি নকল বিস্ফোরকও উদ্ধার করেন গোয়েন্দারা।

২০১৫ সালের ব্রিটিশ সরকারের সন্দেহভাজন চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের তালিকার মধ্যে একজন নাইমুর জাকারিয়া রহমান।

ঢাকাটাইমস/১৯জুলাই/কেকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :