৪০ হাজার টাকার ‘আমলকী’ গাছ

কাজী রফিকুল ইসলাম, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ০৮:৩২

আমলকীর উপকারিতা জানেন না, এমন লোক মেলা ভার। তাই বলে একটি আমলকী গাছের দাম ৪০ হাজার টাকা!

আবার ভেবে বসবেন যেন গাছটি বুঝি খুব বড় কিংবা বয়সী বনসাই। না, তা নয়। গাছটির উচ্চতা মোটে পাঁচ ফুটের মতো।

তবে গাছটি দেশি নয়, থাই জাতের। ফলনও দেশি জাতের তুলনায় বেশি। দেশীয় গাছের তুলনায় উচ্চতায় কম হলেও আমলকীর আকার বেশ বড়।

জাতীয় বৃক্ষমেলায় থাই জাতের এই আমলকী গাছটি এনেছে আশুলিয়া গার্ডেন সেন্টার। মেলার ৪৪ ও ৪৫ নম্বর স্টলে দেখা মিলবে ৪০ হাজার টাকা মূল্যের গাছটির। মেলার এখন পর্যন্ত সবচেয়ে দামি গাছ এটি।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে বসেছে মাসব্যাপী বৃক্ষমেলা।

দেশীয় গাছের বাজারে এই আমলকী গাছ নতুনত্ব সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিক্রেতারা। বিক্রেতা মো. রনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের কালেকশনে আরও অনেক দামি গাছ আছে। মাত্র তো মেলা শুরু। এখনো আনা হয়নি। সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে।’

এই বিক্রেতা আরও জানান, সারা বছর এসব গাছ তেমন বিক্রি হয় না। সব জায়গায় দামি গাছের কাস্টমার থাকে না। অনেক নার্সারি আছে, এত দামি গাছ ওঠানোর সাহস পায় না। তিনি বলেন, ‘আমরা নিয়মিত মেলা করি। মেলায় প্রচুর কাস্টমার আসে। এর মধ্যে অনেক কাস্টমার আছে যারা দামি গাছ কেনে।’

শুধু আমলকী নয়, এবারের মেলায় অন্য প্রজাতির আরও বেশ কিছু দামি গাছ নিয়ে আসার অপেক্ষায় আছে আশুলিয়া গার্ডেন সেন্টার নামের নার্সারিটি। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মেলার দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

গতকাল বুধবার (১৮ জুলাই) শুরু হওয়া ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮’ চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :