ব্রোঞ্জের প্রলেপে সোনা পাচারের চেষ্টা, দুই ভারতীয় আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ১৬:৫৫

স্বর্ণের ওপর ব্রোঞ্জের প্রলেপ দিয়ে ভারতে পাচারের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৫০ গ্রাম (প্রায় ৩৮.৫৯ ভরি) সোনার চেইন, ২৬৩০ ভারতীয় রুপি ও ২০ লাখ টাকা।

শুক্রবার দুপুরে তাদের বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিকরা হচ্ছেন- কলকাতার সোনাপুর জগতিপোতা এলাকার হীরা চাও এর ছেলে সূধীর চাও (৩৫) ও হাওড়া বসুবো এলাকার রাম প্রসাদরামের ছেলে সদা নন্দ (২৭)।

যশোর ৪৯-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবরে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫০ গ্রাম সোনার চেইন ও ২ হাজার ৬৩০ ভারতীয় রুপিসহ ২০ লাখ টাকা জব্দ করা হয়।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, জব্দকৃত সোনার চেইনে ব্রোঞ্জের প্রলেপ দেয়া ছিল। প্রলেপে ঘষা দেয়ার পর স্বর্ণ বের হয়ে আসে। আটক দুই সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছ বেনাপোল পোর্ট থানায়।

ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :