‘টেস্টের জন্য আলাদা দল গঠন করতে হবে’

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ১৮:২১ | আপডেট: ২১ জুলাই ২০১৮, ০০:৩৭

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ হেরে যায় ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩ ও ১৪৪। দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসে স্কোর ছিল ১৪৯ ও ১৬৮। টেস্টে এমন লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, টেস্ট খেলা কঠিন বলে বাংলাদেশ দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড় টেস্ট খেলতে চাচ্ছেন না। তাই টেস্ট ম্যাচের জন্য আলাদা দল গঠন করতে হবে। শুক্রবার বিসিবি প্রধান ভৈরবে তার নিজ বাসভবন আইভি ভবনে এমন কথা জানান। 

টেস্ট খেলতে চান না এমন খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজ রয়েছেন বলে মনে করেন তিনি। 

বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

তাছাড়া, ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ দলের নিজ দেশের পিচে অভিজ্ঞতা বেশি। বাইরের দেশের পিচে খেলা অনেক চ্যালেঞ্জ হয়ে পড়ে খেলোয়ারদের। সাধারণত আমাদের দেশের পিচ আর বাইরের দেশের পিচের মধ্যে পার্থক্য রয়েছে। তাই আমাদের দেশে সে ধরনের পিচ তৈরি করে অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টা চালানো হবে বলে।’

‘টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।’

শুক্রবার সকালে রাশিয়া সফর শেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার নিজ নির্বাচনী এলাকা ভৈরব সফরে আসেন।

(ঢাকাটাইমস/২০ জুলাই/প্রতিনিধি/এসইউএল)