কলম্বো টেস্টের প্রথম দিন মহারাজের আট উইকেট

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ১৯:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুক্রবার শুরু হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের প্রথম দিন নয় উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের যে নয়টি উইকেট পড়েছে তার মধ্যে আটটি নিয়েছেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। একটি উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা।

৩২ ওভার বল করে ১১৬ রান দিয়ে আটটি উইকেট শিকার করেন কেশভ মহারাজ। টেস্টে এক ইনিংসে এর আগে তিনি সর্বোচ্চ ছয়টি উইকেট শিকার করেছেন। সাদা পোশাক ও লাল বলের ক্রিকেটে এক ম্যাচে তিনি সর্বোচ্চ নয়টি উইকেট শিকার করেছেন।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে তিনজন হাফ সেঞ্চুরি করেছেন। দানুশকা গুনাথিলাকা ৫৭, দিমুথ করুণারত্নে ৫৩ ও ধনঞ্জয়া ডি সিলভা ৬০ রান করেন। দিন শেষে আকিলা ধনঞ্জয়া ১৬ ও রঙ্গনা হেরাথ পাঁচ রান করে অপরাজিত থাকেন।

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে তারা ২৭৮ রানে জয় পেয়েছিল। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

(ঢাকাটাইমস/২০ জুলাই/এসইউএল)