‘প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ২১:১৩

‘জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে। নির্বাচন আসলেই অনেক প্রোপাগাণ্ডা হয়। মিছামিছির প্রোপাগাণ্ডা হয়, লেখালেখি হয়। মিথ্যা বক্তৃতা বেশি হয়। প্রোপাগান্ডায় কান দেয়া উচিৎ হবে না। পত্রিকায় কেউর নাম উঠলে, আমারও যদি নাম উঠে- এটাও বিশ্বাস করার কোন কারণ নেই যে, আমার মনোনয়ন হয়ে গেছে। মনোনয়ন পত্রিকায় থাকে না। জননেত্রী শেখ হাসিনা ছাড়া মনোনয়নের কথা কেউ জানে না। তিনি অনেক ধরনের খোঁজখবর নিচ্ছেন, তার কাছে সঠিক খবর আছে। কে এলাকায় জনপ্রিয়, কে দুর্নীতিবাজ না, কে এলাকার উন্নয়ন করছে, কে জনগণের সেবা করছে শেখ হাসিনার কাছে সব খবরই আছে।

যথাসময়ে নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হবে, জননেত্রী শেখ হাসিনা প্রার্থিতা ঘোষণা করবেন। পত্রিকার নিউজ দেখে, প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন।’

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিন শুক্রবার দুপুরে পাকুন্দিয়া পৌরসদরের নামালক্ষিয়া (ঠাডাকান্দা) গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যুাতায়ন উপলক্ষে ঠাডাকান্দা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মো. ইছাম উদ্দিন সভাপতিত্ব করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যুতের সুইচ টিপে বরাটিয়া, নামালক্ষিয়া (ঠাডাকান্দা) গ্রামের সোয়া দুই কিলোমিটার এলাকার নতুন সংযোগের উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে এ এলাকার ১শ নয়টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :