‘সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৮, ২১:৩৩ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ২১:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জেলার সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভাতৃত্ববোধের জাগরণ। সাংস্কৃতিক বিকাশের মধ্যদিয়ে জাতি আত্ম-মর্যাদাশালী হয়। বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশ্বে আজ আলোচনা হচ্ছে। দেশের টাকায় পদ্মা সেতু হচ্ছে। অথচ বিএনপি পদ্মা সেতু অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকে মিথ্যা অভিযোগ দিয়েছিল। সেই পদ্মা সেতু আজ স্বপ্ন নয়- সত্য ও দৃশ্যমান।

শুক্রবার বিকালে জেলা প্রশাসন আয়োজনে শিল্পকলা একাডেমিতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী জ্যাকব এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে দ্বীপজেলা ভোলাকে সিঙ্গাপুরের আদলে রূপান্তর করা হবে। তখন ভোলাকে সবাই দেখতে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন দেশ এগিয়ে যাওয়ার বিষয় উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়ে অসম্প্রাদায়িক বিশ্ব তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের পাশাপাশি বিশ্ব নেতৃত্বের মর্যাদার আসনে আসীন।

তিনি এ সময় উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, যারা গোলাম আজমের মত যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারে মনে রাখতে হবে। কারণ আমরা বীরের জাতি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের ছিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে ভোলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সঙ্গীত, কবিতা আবৃতি, নৃত্য ও নাটক পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :