সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না: পাপন

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ০৮:৪৫ | আপডেট: ২১ জুলাই ২০১৮, ১২:৫৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টেস্টে যে বাংলাদেশ কতটা অসহায় তার আরো একটি প্রমাণ মিলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের দুটিতেই হার। তার মাঝে প্রথমটি তো ছিলো ইনিংস ব্যবধানে লজ্জার হার। টানা দুই টেস্ট হেরে এবার ওয়োনডে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন মিশনে মাঠে নামার আগে টাইগারদের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি সাদা পোশাকে নাকি খেলতে চাননা টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগারদের এমন ভরাডুবি নিয়ে শুক্রবার গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন,‘আমি আইসিসিতে দেখেছি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশগুলোর টেস্ট খেলার প্রতি কোন আগ্রহ নেই। এবার নিজের দেশেই দেখছি, প্রায় সিনিয়র ক্রিকেটাররা টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজেরও টেস্ট খেলার প্রতি আগ্রহ নেই। যদিও সে মুখে বলে না কিন্তু এড়িয়ে চলে। হয়তো চোটের প্রবণতা থাকে বলে খেলতে চায় না। ‘

ওয়েস্ট ইন্ডিজ সফরে রুবেলের খেলা নিয়ে অনেক কথা উঠেছিল। কিন্তু বোর্ড সভাপতি রুবেল সম্পর্কে বলেন,‘রুবেল অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকদিন ধরে সে দেশকে সেবা দিচ্ছে। দিন দিন এটা তার জন্য কঠিন হয়ে পড়ছে। এখন নতুন প্রজন্ম থেকে কিছু ক্রিকেটার বের করতে হবে।’

টেস্টের জন্য নতুন দল গড়তে চান নাজমুল হাসান পাপন। এই বিষয়ে তিনি বলে,‘টেস্টের জন্য আমাদের নতুন দল গড়তে হবে। সম্ভব হলে টি- টোয়েন্টিতে নতুন দল নিয়ে ভাবতে হবে। এর মাঝে তিন-চারজন হয়তো সিনিয়র থাকবে। সব ক্রিকেট খেলুড়ে দেশই এখন তাই করে। সবারই টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য স্পেশালিস্ট ক্রিকেটার আছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এইচএ)