কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ০৯:২৩

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে মাদকের আটটি মামলা আছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। নিহত মাদক কারবারির নাম শামসুদ্দিন শ্যাম (৩৮)। তিনি ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার তোবারক মিয়ার ছেলে।

শনিবার ভোররাত তিনটার দিকে ভেড়ামারা বাকাপুলের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশের একটি দল ভেড়ামারা বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে শ্যামকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রাতেই তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

এছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পাঁচ শ পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

নিহত শ্যামের বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :