চাঁপাইনবাবগঞ্জে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ০৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লানগ্রাম এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নামপরিচয় জানা না গেলেও তিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব সূত্র জানায়, প্রতিদিনের মত র‌্যাবের আভিযানিক দল মাদকবিরোধী অভিযান ও মাদক উদ্ধারে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লানগ্রাম এলাকায় ৫/৬ মাদক কারবারি ওই এলাকার আমবাগানে মাদক বিক্রি করছে। এমন খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে পৌঁছালে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চাঁপাইনাবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের ওই সূত্রটি জানিয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :