নওগাঁয় একসাথে ছয় সন্তান প্রসব

নওগাঁ প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৩:৫৪ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৩:৪৯

নওগাঁয় দুই দফায় স্বাভাবিকভাবে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমি আক্তার (২২) নামে এক গৃহবধূ। অকাল গর্ভপাত হওয়ায় ছয় সন্তানই মারা গেছে। ছয়টির মধ্যে তিনটি মেয়ে ও তিনটি ছেলে।

তিনি শহরের খাস-নওগাঁ মহল্লার অটোরিকশা চালক রানা শেখের স্ত্রী। বর্তমানে প্রসুতি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রসূতির পরিবার জানায়, আট বছর আগে মৌসুমির বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। দীর্ঘ সময় পর মৌসুমি আক্তার গর্ভবর্তী হন। গত এক মাস আগে সদর হাসপাতালে আলট্রাসনোগ্রাম করে জানাতে পারেন তার গর্ভে ছয়টি বাচ্চা আছে।

পরে শুক্রবার সকালে বাড়িতে মৌসুমি আক্তারের একটি মৃত সন্তান প্রসব হয়। এরপর সারাদিন বাড়িতেই ছিলেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতে নওগাঁ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল ৯টার দিকে স্বাভাবিকভাবে একে একে আরও পাঁচটি মৃত সন্তান প্রসব করেন তিনি।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, পেটে একের অধিক বাচ্চা থাকাটা অস্বাভাবিক। তখন গর্ভবর্তীকে আরও বেশি বেশি সর্তক থাকতে হয়। কারণ এতে অকাল গর্ভপাত হওয়ার সম্ভবনা থাকে। যেহেতু এটি প্রথম গর্ভবর্তী এবং বাচ্চার সংখ্যাও অধিক। তাই তাকে সাবধানে থাকার এবং বেশি বেশি যত্ন নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

বাচ্চার সংখ্যা অধিক হওয়ার কারণে গর্ভপাত হয়ে গেছে। প্রতিটির ওজন প্রায় ৬০-৭০ গ্রাম।

একসাথে ছয় বাচ্চা প্রসবের খবরে বাচ্চাগুলো একনজর দেখতে হাসপাতালে ভিড় করছেন শতশত নারী-পুরুষ।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :