‘ম্যাচ শেষে আমার পা ৪-৫ ঘণ্টা বরফে ডুবিয়ে রাখতে হয়’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৪:৫০

ফিফা বিশ্বকাপের ২১তম আসরের সবচেয়ে সমালোচিত মুখটি ব্রাজিল তারকা নেইমারের। নিজের পারফর্ম নিয়ে তিনি যতটা না আলোচিত তার চেয়ে বেশি আলোচিত তার মাঠের গড়াগড়ি নিয়ে। বলা চলে বিশ্বকাপের সময় ইন্টারনেটের ট্রল বয় ছিলেন এই ব্রাজিল তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সমালোচনা দেখে মানসিক বিষন্নতায় ভুগছেন নেইমার নিজেও। এবার নিজের মাঠে পড়ে যাওয়া নিয়ে মুখ খুলছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। নিজের পড়ে যাওয়ার পাশাপাশি জানিয়েছেন ম্যাচ শেষে চার-পাঁচ ঘন্টা পা বরফে ডুবিয়ে রাখার যন্ত্রণাটা।

সংবাদ মাধ্যম ‘ইএসপিএন এফসি’কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান,‘আমাকে নিয়ে বানানো ট্রল গুলো আমি নিজেও দেখেছি। আমি নিজেও এসব শেয়ার করেছি। আসলে মাঠে আমার কাজই ড্রিবল করা। আমাকে প্রতিপক্ষের পাশ কাটিয়ে ড্রিবল করতে হয়। আমি তো আর তাদের বলতে পারি না যে আমাকে ফাউল করো না, গোল করতে দাও।’

খেলা শেষে নিজের যন্ত্রণার কথা ব্যাখ্যা করে নেইমার বলেন,‘প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়ে আমার একটু বেশি গতি থাকে। সেই সঙ্গে আমি তাদের চেয়ে ওজনেও হালকা। আপনাদের কি মনে হয় আমি চাই আমাকে ফাউল করা হোক? আসলে এটা অনেক যন্ত্রণা দায়ক। আপনারা জানেন না প্রতিটি ম্যাচের শেষে আমার পা ৪-৫ ঘন্টা বরফে ডুবিয়ে রাখতে হয়। এসব তো আপনারা বুজতে পারবেন না। কারণ আপনারা এসবের মোকাবেলা করেননি।’

(ঢাকাটাইমস/২১জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :