বিশ্বকাপের পদক ফিরিয়ে দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৭:৩০

২৩ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপে এসেছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষমেশ স্কোয়াড দাঁড়ায় ২২ জনে। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচকে একটাও ম্যাচে না খেলিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন কোচ লাটকে দালিচ। প্রথম ম্যাচের পরই দেশে ফিরেছিলেন কালিনিচ। বিশ্বকাপে এক মিনিটের জন্যও দেশের হয়ে খেলা হয়নি তাঁর। আর সে জন্যই বিশ্বকাপের রানার্স হওয়ার জন্য ক্রোয়েশিয়ার ফুটবলারদের যে পদক দেওয়া হয়েছে তা নিতে অস্বীকার করেছেন তিনি।

দেশ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। কিন্তু ক্রোয়েশিয়ার এই সাফল্যে তাঁর কোনও অবদান নেই বলে মনে করেন কালিনিচ। ফলে ফিফার দেওয়া পদক তিনি নেননি। নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবে নামাতে চেয়েছিলেন কোচ দালিচ। কিন্তু নামতে চাননি কালিনিচ। তার পরই তাঁকে দল থেকে ছেঁটে ফেলেন ক্রোয়েশিয়ার কোচ। মিলানের হয়ে ক্লাব স্তরে খেলা কালিনিচ বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচেও ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারেননি। পিঠে ব্যাথার জন্য তাঁকে বেঞ্চে বসতে হয়েছিল। দালিচ পরে বলেছিলেন, তিনি একশো শতাংশ ফিট ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ যুদ্ধে নামতে চেয়েছিলেন।

ফ্রান্সের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর রূপোর পদক পেয়েছেন ক্রোট ফুটবলাররা। দলের অন্য ফুটবলার ও সাপোর্ট স্টাফরা কালিনিচকে পদক প্রাপকদের তালিকায় রেখেছিলেন। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। কালিনিচের বদলে দলের একমাত্র স্ট্রাইকার মারিও মানজুকিচের উপর ভরসা রেখেছিলেন কোচ দালিচ। ছয় ম্যাচে তিনটে গোল করে কোচের ভরসার মান রেখেছিলেন মানজুকিচ।

(ঢাকাটাইমস/২১জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :