মিঠে রোদ গুঁড়ি বৃষ্টি হিমেল হাওয়া

রাহাত শিকদার, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:৫১ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৮:০১

শ্রাবণ মাস হলেও গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল জনজীবন। কিন্তু কদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে এসেছে। শনিবার ভোর হতেই হঠাৎ বদলালো জলবায়ু। আকাশে পঞ্জিভূত হালকা মেঘ, তার ফাঁকে মিঠেরোদ, হঠাৎ গুঁড়ি বৃষ্টি আর সঙ্গে প্রবল বাতাস। প্রকৃতির এমন সুমিষ্ট রূপ ছিলো সারাদিনের। গরম কমে আসায় স্বস্তিও এসেছে জনপ্রাণে। আবহাওয়া অফিসও বলছে প্রকৃতি এমন থাকবে সপ্তাহজুড়ে।

আবহাওয়া দপ্তরের তথ্য মতে, আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস।

একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে শনিবার ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা দেখানো হয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, শনিবার বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ডুসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণিভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। রবিবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে। ঢাকায় পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে।

ঢাকাটাইমস/২১জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে: স্পিকার

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হতো: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :