রূপগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ, আটক ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৯:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গত ১৯ জুলাই রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার নগরপাড়া এলাকার সাদ্দত আলীর ছেলে কবির হোসেন ও বড়ালু পাড়াগাঁও এলাকার মহিবুরের ছেলে গাফফার।

ধর্ষিতার মা জানান, তার মেয়ে চনপাড়া এলাকায় একটি প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করে। গত ১৯ জুলাই ওই প্রতিবন্ধী কিশোরী স্কুলে না যাওয়ার কারণে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যায় এক সিএনজি চালক ফোন করে বলে তার মেয়ে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় আছে। পরে পরিবারের লোকজন স্টাফ কোয়ার্টারে গিয়েও ওই কিশোরীকে খুঁজে পায়নি। সিএনজি চালককে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ১৯ জুলাই রাতে স্টাফ কোয়ার্টার থেকে বেলায়েত হোসেন ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে সিএনজির ভেতরে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। কবির হোসেন ও গাফফার ধর্ষণে সহযোগিতা করেন।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের সহযোগিতার অভিযোগে কবির হোসেন ও গাফফারকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ব তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :