‘খালেদার মুক্তি ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ২০:৩০

কারারুদ্ধ খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে শনিবার ফরিদপুরে নবগঠিত জেলা যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে এই কর্মিসভার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ওরফে ইছা। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান ওরফে পিংকু।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘দেশে আজ কথা বলা, মিছিল-মিটিং করার অধিকার নেই। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে। এ জালেম সরকারের পতন ঘটানো, খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান জন্য আমাদের আন্দোলন করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া, জাতীয় সংসদের বিলুপ্তি ও নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।’

প্রধান বক্তার বক্তব্যে মাহাবুবুল হাসান বলেন, ‘শেখ হাসিনার সরকার আরেকবার ক্ষমতায় এলে দেশে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। তাই আমাদের নিজেদের মধ্যে কোন্দল ত্যাগ করে একতাবদ্ধ হতে হবে।’

‘খালেদা জিয়া জেলে মারা গেলে দেশে গণতন্ত্রের মৃত্যু ঘটবে’ মন্তব্য করে তিনি বলেন, ‘যে যে অবস্থাতেই থাকেন না কেন, মায়ের (খালেদা) জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমাদের যুদ্ধ করতে হবে। সে যুদ্ধের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।’

জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ পারভেজ, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফুন নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন ওরফে জুয়েল, জেলা যুবদলের সদ্য বিদায়ী সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশ প্রমুখ।

সভায় জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় কেন্দ্রীয় যুবদলকে অভিনন্দন জানানো হয়। খালেদা জিয়ার মুক্তির জোর দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ‘মিথ্যা’ মামলা ও সাজা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন ও দলীয় সব কর্মসূচিতে বিএনপি যুবদলসহ সব সহযোগি সংগঠনকে জোরালোভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :