‘সিটি নির্বাচনে কারচুপি হলে দাঁতভাঙা জবাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ২১:১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘৩০ জুলাই সিটি নির্বাচনে কারচুপি করার চেষ্টা করলে জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে খুলনা-গাজীপুরসহ প্রায় সব নির্বাচনে সরকার দলীয় ক্যাডারদের মাধ্যমে জনগণের রায় প্রয়োগ করতে দেয়নি। এভাবে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারে না।’

শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের হাউজ বিল্ডিং চত্বরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভোট ডাকাতদের রুখে দিয়ে বাংলার জনগণের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মধ্যে শংকা তৈরি করে রেখেছে, দেশের সাধারণ মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে ভয় পায়। তাই ৩০ জুলাই একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের নির্বাচন নিয়ে আতঙ্ক কাটাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হলে জনগণের কাঠগড়ায় সব নির্বাচন কমিশনারকে দাঁড়াতে হবে।’

প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘মাদকের কালো থাবায় দেশের যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে, তাই যুবসমাজকে মাদকের কালো গ্রাস থেকে বাঁচতে ইসলামী যুব আন্দোলনে সুশীতল ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথ নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যুবসমাজই দেশের প্রাণশক্তি, তাই যুবসমাজকে নৈতিকতা অর্জনের মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিতে হবে।’

যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাসিবুল ইসলাম প্রমূখ।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :