‘সাকিব কি বলেছে যে সে টেস্ট খেলতে চায় না?’

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০৯:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

একদিন আগেই সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন সাকিব নাকি টেস্ট খেলতে আগ্রহী নন। তার ২৪ ঘন্টার মধ্যেই ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান সাংবাদিকদের সামনে পরিষ্কার ভাবে বলেছেন সাকিব কি বলেছে নাকি যে সে টেস্ট খেলতে চায় না।

টেস্টে যে বাংলাদেশ কতটা অসহায় তার আরো একটি প্রমাণ মিলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ানদের টানা দুই টেস্ট হেরে এবার ওয়োনডে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন মিশনে মাঠে নামার আগে টাইগারদের ব্যর্থতা নিয়ে শুক্রবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান,‘প্রায় সিনিয়র ক্রিকেটাররা টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজেরও টেস্ট খেলার প্রতি আগ্রহ নেই। যদিও সে মুখে বলে না কিন্তু এড়িয়ে চলে। আবার দিন দিন রুবেলের জন্যও এটা কঠিন হয়ে পড়ছে।’

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন আকরাম খান। সাকিব টেস্ট খেলতে না চাওয়ার কথা টা শুনে তিনিও অবাক। তিনি বলেন,‘সাকিব তো টেস্ট খেলছে, সে আমাদের টেস্টের অধিনায়কও। সাকিব কি বলেছে যে সে টেস্ট খেলতে চায় না?’

তবে বোর্ড সভাপতির এমন কথা নিয়ে আকরাম বলেন,‘এই বিষয়ে আসলে আমি সবটা জানি না। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে তাতে তিনটা ফরম্যাটই আমাদের দরকার। সাকিবকে নিয়ে এমন কথাটা আসলে উচিত হয় নি। আমার নিজেরও কথাটা শুনে খারাপ লেগেছে।’

(ঢাকাটাইমস/২২জুলাই/এইচএ)