রাজস্থানে গরু পাচারকারী সন্দেহে মুসলিম যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১০:৩৬

এবার গরু পাচারকারী সন্দেহে ভারতের রাজস্থানে পিটিয়ে এক মুসলিম যুবককে হত্যা করা হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা আরেকজনে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাজস্থানের আলোয়ার এলাকায় আকবর খান নামের ওই যুবককে পিটিয়ে হত্যা করে স্বঘোষিত গোরক্ষকরা।

এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা৷

মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা৷ পুলিশ জানায়, শুক্রবার রাতে দুটো গোরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন৷ ওই সঙ্গীও তখন ছিলেন আকবরের সঙ্গে৷ সেই সময় কিছু যুবক তাদের পথ আটকায়৷ আকবর ও তার সঙ্গীকে গোরু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা শুরু হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের৷ গুরুতর আহত হন তার সঙ্গী।

এই ঘটনায় কংগ্রেস যথারীতি বিজেপির সরকারের উপর সব দায় চাপিয়েছে৷ রাজস্থানের কংগ্রেস নেতা শচিন পাইলট জানিয়েছেন, সন্দেহের বশে খুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিচিত ঘটনা৷

জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেন৷ জানান, দেশের ইতিহাসে ১৯৮৪ সালে শিখদের সঙ্গে যা হয়েছিল সেটাই সবচেয়ে বড় গণপিটুনির ঘটনা৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ট্যুইট করে ঘটনার নিন্দা করেন৷ জানান, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

ঢাকাটাইমস/২২জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :