'মুসলিম নয়, ভারতে গরুর বাঁচার অধিকার আছে'

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১০:৪৬

মুসলিম নয়, ভারতের সংবিধানে কেবল গরুর বাঁচার অধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজসিল-ই-ইত্তেহাদুল মুসলিমেন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

এক টুইট বার্তায় মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সংবিধানের ২১ নম্বর ধারায় গরুদের বাঁচার অধিকার দেওয়া হয়েছে৷ সেখানে মুসলিমদের বাঁচার কোনও অধিকার নেই৷ চার বছরের মোদী জামানায় গণপ্রহারকারীরাই রাজত্ব করেছেন৷'

শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়৷ হরিয়ানার বাসিন্দা আকবরের উপর যখন হামলা চালানো হয় সেই সময় তার সঙ্গে দুটি গরু ছিল৷ রামগড় তেহসিলের কাছে আসতেই কয়েকজন তার উপর হামলা করে৷

এতে নিহত হন আকবর খান নামের ওই যুবক। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই হামলার ঘটনার নিন্দা করেছেন৷ একই সঙ্গে দোষীদের দ্রুত খুঁজে বের করে এনে কড়া সাজা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।

ঢাকাটাইমস/২২জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :