গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৩:০৫ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১২:৩৭

গাজা পরিস্থিতি অবনতি করা থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় তিনি গাজা উপত্যকায় হামলা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জনান।

শনিবার এক বক্তৃতায় গুতেরেস বলেন, 'গাজা ও দক্ষিণ ইসরাইলের পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন।' এসময় গাজাবাসীকেও উসকানি দেয়া থেকে বিরত থাকতেও আহ্বান জানান। সংকটের শান্তিপূর্ণ সমাধান ও মানবিক বিপর্যয় এড়াতে সবপক্ষের সহযোগিতা চান তিনি। খবর পার্সটুডের।

গাজার কয়েকটি স্থানে কামানের গোলাবর্ষণের পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানলেন। এর আগে হামাস ঘোষণা করেছিল যে, তেল আবিবের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

ঢাকাটাইমস/২২জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :