তিন শহরে ‘ডাইনি শিকারের’ মতো অভিযান: রিজভী

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ১৪:০০ | আপডেট: ২২ জুলাই ২০১৮, ১৪:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে অভিযোগ করে এতে মধ্য যুগের ‘ডাইনি’ শিকারের সঙ্গে তুলনা করেছেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি, রাজশাহী, বরিশাল ও সিলেটে ‘জনসমর্থনহীন’ নৌকা প্রতীকের প্রার্থীদেরকে জেতাতে মরিয়া হয়ে গেছে পুলিশ ও প্রশাসন।

রবিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী। তার অভিযোগ, তিন মহানগরেই রাত দিন চলছে গণগ্রেপ্তার।

বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী চেতনায় সাজানো প্রশাসন নির্বাচনী এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের ওপর ইউরোপে মধ্যযুগীয় ‘ডাইনি’ শিকারের ন্যায় অভিযানে নেমেছে।’

‘খুলনা ও গাজীপুরের স্টাইল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে ক্রমাগত হত্যা করার স্টাইল। সেই স্টাইল ৩০ জুলাই তিনটি সিটি ককরপোরেশন নির্বাচনে এখনও বলবৎ রয়েছে।’

‘ক্ষমতাসীন দল বেআইনিভাবে জয়ী হতে চাচ্ছে বলেই বেপরোয়া গ্রেপ্তার, গণগ্রেপ্তারসহ এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।’

আগামী ৩০ জুলাই তিন মহানগরে ভোট হতে যাচ্ছে। এর আগে গত ১৫ মে খুলনায় এবং ২৬ জুন গাজীপুরের ভোটে বড় ব্যবধানে হেরেছে বিএনপি। ওই নির্বাচনের আগেও বিএনপি গণগ্রেপ্তারের অভিযোগ এনেছিল।

রিজভী বলেন, ‘গত দুই তিন দিনে জনসমর্থনহীন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা খুলনা-গাজীপুরের সন্ত্রাসের আবহে নতুন মডেলের ভোট জালিয়াতির আসল রূপে আত্মপ্রকাশ করেছে।’

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মতিউর রহমান মন্টুকে তার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করলেও বিষয়টি তারা স্বীকার করছে না বলেও দাবি করেন রিজভী। তবে রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ১৭ জুলাই মহানগরে বিএনপির প্রচারে বোমা হামলার ঘটনায় মণ্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

মণ্টুর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ হয়েছে যেখানে মণ্টু বলেন, দুই জনকে গিয়ে ভাইয়ের (তারেক রহমান) কাছে ক্রেডিট নিতে এই হামলা চালানো হয়েছে।

মণ্টু পুলিশের কাছে এই দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার।

রিজভী বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বারবার বিবেকহীন এই নিষ্ঠুর আচরণের পূণরাবৃত্তি বিএনপি এবং দেশের মানুষের মনে আরও গভীর উদ্বেগ ও শঙ্কা চিরস্থায়ী রূপ নিয়েছে। আমি তাকে গ্রেপ্তার ও গ্রেপ্তারের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অস্বীকারে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার অবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

ঢাকাটাইমস/২২জুলাই/বিইউ/ডব্লিউবি