সমাবেশে বাধা নয়, পুলিশকে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৫:২৪ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৪:৫২

বিরোধীদল যেন সভা সমাবেশ করতে গিয়ে কোনো প্রকার বাধার মুখোমুখি না হয়, পুলিশকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছে সরকার।

রাজধানীতে প্রায় আড়াই বছর পর বিএনপির প্রকাশ্য জনসভার দুই দিন পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘কয়দিন আগে কুমিল্লায় অলি আহমেদের সভায় কিছুটা সমস্যা হয়েছে। পুলিশকে এসব বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে করে বিরোধীদল বা বিভিন্ন দল তাদের সভা সমাবেশ করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়।’

‘আমরা পুলিশকে বলেছি বিশৃঙ্খলা হওয়া আশঙ্কা না থাকলে বিরোধীদলের সভা সমাবেশ যেন তাদের করতে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সর্বস্তরে নির্দেশনা দিয়েছে। এখানে সরকারের স্বদিচ্ছার কোনো ঘাটতি থাকবে না।’

নিজ দলের নেতা-কর্মীদেরকেও একই নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান কাদের। বলেন, ‘আমরা আমাদের নেতাদের সাথে কথা বলেছি, তাদের সভা সমিতি করার স্পেস দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।’

২০১৫ সালে সরকার পতনের সহিংস আন্দোলন নেমে খালি হাতি ঘরে ফেরার পর থেকে বিএনপি সভা-সমাবেশে বাধা পাওয়ার অভিযোগ করে আসছে। রাজধানীতে দলটি একাধিকবার সমাবেশ করতে পারেনি অনুমতি না পাওয়ায়। গত ২০ জুলাই নয়াপল্টনে দলের সমাবেশ থেকে আগামীতে অনুমতি ছাড়াই সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

বিএনপির অভিযোগ নিয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘সভা সমাবেশের নামে পুলিশ যদি কোনো প্রকার নাশকতার খবর পায় তাহলে সেখানে পুলিশ অনুমতি দেবে না, এটা স্বাভাবিক। জনগণের নিরাপত্তার স্বার্থে বিষয়টি আমাদের মেনে নিতে হবে। গণতন্ত্রতো বিশৃঙ্খলা নয়।’

‘পাকিস্তানে যে নির্বাচন হচ্ছে দেখেন তো সেখানে কি নির্বাচন হচ্ছে? সেরকম কোনো নির্বাচন আমরা চাই না। আমরা দেশে তো কোনো বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’

কর্মদিবসে সভা-সমাবেশ না করার ওপরও গুরুত্ব দেন কাদের। বলেন, ‘জনগণের ভোগান্তির কথা শুধুমাত্র সরকারি দলকে ভাবলে চলবে না। যারা নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করেন, তাদেরকেও আমরা বলবো জনভোগান্তির বিষয়টা তারা যেন মাথায় রাখেন।’

‘সভা সমাবেশ যদি অফিস খোলার দিনে করা হয় তাহলে জনভোগান্তি চরমে যায়। এটা অন্যায় এটা হতে পারে না। তাই তাদেরকেও এটা বিবেচনা করতে হবে।’

বিএনপির ঘোষণায় নাশকতার গন্ধ

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে না দেয়ার ঘোষণারও প্রতিক্রিয়া জানান কাদের।

‘বিএনপি একেক সময় একেক কথা বলে। এক সময় বললেন, খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। এখন বলছে, নির্বাচন তারা প্রতিহত করবে। তাদের এ ঘোষণার মধ্যে চক্রান্ত ও সহিংসতার একটি গন্ধ আছে। এখানে নাশকতার আশঙ্কা আমরা করছি।’

বিএনপির সব ‘চক্রান্ত’ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করারও ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘২০১৪ সালে যা হয়েছে তার পুনরাবৃত্তি এদেশে আর হতে দেওয়া হবে।’

‘বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, তা বিএনপির ব্যাপার। ইলেকশন বিএনপির জন্য অনুদান নয়। এখানে সরকার কেন তাদেরকে নির্বাচনে আনতে অনুরোধ করবে? আর তারা নির্বাচনে না আসলেই যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা ঠিক নয়।’

কামাল হোসেন ও আবদুল কাদের সিদ্দিকী সংলাপের যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়েও প্রতিক্রিয়া জানান কাদের। বলেন, ‘সংলাপ তো হয়েছে। সংলাপ করেছে ইলেকশন কমিশন। সেখানে বিএনপি অংশ নিয়েছে। এখন এটা তো আমাদের কোনো বিষয় নয়।’

‘ইলেকশন কমিশন আরেকটি সংলাপ করবে কিনা সেটা জানি না। তা কি বিএনপির সাথেই করবে নাকি সবার সাথে করবে তা ইলেকশন কমিশনই ঠিক করবে। সরকারের পক্ষ থেকে আমরা কোন সংলাপের প্রয়োজন অনুভব করছি না। দেশে এমন কোন পরিস্থিতি নেই যেটার জন্য সংলাপ করতে হবে।’

নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কত ছোট হচ্ছে-এমন প্রশ্নও ছিল কাদেরের কাছে। জবাবে তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রীই জানেন। তিনি ছাড়া এটা কেউ বলতে পারবেন না। তবে এর সাইজ ছোট হবে এটা বলতে পারি।’

তিন সিটি নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হবে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি তারা যেন নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে তা যেন কেউ লঙ্ঘন না করে।’

‘আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শান্তিপূর্ণভাবে যাতে ইলেকশন সম্পন্ন হয় সে ব্যাপারে আমাদের নেতাকর্মীরা যাতে সহযোগিতা করে আমরা তা বলে দিয়েছি।’

‘সরকারিভাবেও প্রধানমন্ত্রী প্রশাসনকে এ বার্তা পাঠিয়েছেন, কোনো প্রকারের বাড়াবাড়ি না হয়। নির্বাচনে হস্তক্ষেপ হয় এমন কোনো অভিযোগ যাতে না আসে।’

ঢাকাটাইমস/২২জুলাই/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :