বরিশালে মেয়র প্রার্থী মনীষার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৩৯ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৫:৪২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চত্রবর্তীর নির্বাচনি ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ করেন মেয়র প্রার্থী মনীষা। পাশাপাশি এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ওই বিবৃতিতে বলা হয়, ১১ নং ওয়ার্ডের বিআইপি গেট, স্টেডিয়াম কলোনি, চাদমারীসহ বিভিন্ন এলাকায় রাতের আধারে মই মার্কার নির্বাচনি পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।

মনীষা চক্রবর্তী বলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসী যেভাবে পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করছেন। এতে ভীত হয়ে রাতের আধারে মই মার্কার পোস্টার ছিড়ে ফেলে তাদের পোস্টারগুলো লাগিয়ে দেয়া হচ্ছে।

এই ধরনের কাজের মধ্য দিয়ে নিজেদের দেউলিয়াত্বপনা প্রকাশ করছেন তারা।

ডা: মনীষা চক্রবর্তী আগামী ৩০ জুলাই ব্যালটের মাধ্যমে সকল অপকর্মের সমুচিত জবাব দেয়ার এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২২জুলাই/টিটি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :