পশু মোটা করতে ওষুধের সরবরাহ বন্ধে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:৫৭ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৬:৪৫
ফাইল ছবি

ঈদুল আযহার আগে কোরবানির পশুকে ক্ষতিকারক ওষুধ খাইয়ে মোটা বানানো ঠেকাতে ওষুধের ব্যবহার ঠেকাতে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী জানান, যেসব ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোর তালিকা প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হবে। এরপর এগুলোরে সরবরাহ বন্ধ করার বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী যথাযথ মর্যাদায় শোক দিবস পালনে কর্মসচি চূড়ান্তকরণ ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

কোরবানির ঈদে বিক্রির জন্য পশু মোটাতাজা করার চল আছে। কিন্তু কেউ কেউ আবার ক্ষতিকারক ওষুধ ব্যবহার করেন যাতে পশুর ফুসফুসে পানি চলে আসে এবং পশুকে মোটা দেখায়।

এসব পশুর মাংস খেলে মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর হতে পারে তেমনি তা পশুর জন্যও হুমকি হতে পারে। কোরবানির হাটে বা হাটে আনার পথেও মৃত্যু হতে পারে এগুলোর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক ক্ষেত্রে গরুর মালিক কোরানির পশুকে মোটাতাজা করার জন্য অবৈধ ড্রাগ ব্যবহার করে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ’

‘যে সমস্ত অবৈধ ড্রাগ গরু মোটাতাজা করার জন্য ব্যবহার করা কিন্তু সেগুলো জনস্বাস্থের জন্য ক্ষতিকর সেগুলো যেন পশুর হাটে কিংবা অন্য কোথাও সরবরাহ করা না হয় সে বিষয়টি নিশ্চিত করবে আইন-শৃঙ্খলা বাহিনী।’

এবার ঈদে ঢাকায় আপাতত ২২ টি পশুর হাট বাসানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, পরে এটি বেড়ে ২৯টি হতে পারে।

প্রতিটি হাটেই সিসি ক্যামেরা থাকবে। আর কোনো ক্রেতা বা বিক্রেতা যেন জাল টাকার খপ্পরে না পড়ে সে জন্য প্রতিটি হাটে জালটাকা শনাক্তের মেশিন বসানো হবে।

ঢাকাটাইমস/২২জুলাই/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :