স্পেনে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০০:০৬ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৭:৪৮

বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি স্পেনের কাতালোনীয়ায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে মন্ত্রী কাতালোনিয়া প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রবাসীরা মন্ত্রীর কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। মন্ত্রী তাদের সমস্যাসমূহ সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, মিনিস্টার হারুন আল রশিদ, বাংলাদেশ কনস্যুলেট সিনিয়র রামন প্রেদরু, ফাস্ট সেক্রেটারি শরিফুল ইসলাম, কাতালোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী (বাবলা), সাবেক সাধারণ সম্পাদক নুরে জামাল (খোকন), মনিকা, খালিদ, সালাম, লুতফর রহমান সুমন, করিম, ফাকু, কবির, মাসুদ, যুবলীগ সভাপতি আমির হোসেন আমু, সালাউদ্দিন, বন্ধু সুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলী আক্তার, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক আঁখি, হিরা, উপদেষ্টা নাজমা রানি, ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন রায়হান প্রমুখ।

সবশেষে মন্ত্রীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :