পুলিশি সহায়তায় মাহমুদুরের ওপর হামলা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:৩২ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৯:৪৮

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগ পুলিশের সহায়তায় হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

এই হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

রবিবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে ফখরুল এসব কথা বলেন।

এর আগে রবিবার দুপুরে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গেলে মাহমুদুর রহমানকে ঘিরে রাখে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তিনি বেরিয়ে এলে তার ওপর হামলা চালানো হয়। এতে মাহমুদুর রহমান রক্তাক্ত হন।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মামলায় হাজিরা দিতে কুষ্টিয়ায় গিয়েছিলেন। তিনি জামিনও পান। এসময় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়৷ যুবলীগও ছিল। ছাত্রলীগের সন্ত্রাসীদের উপস্থিতি জেনে বিচারকের হস্তক্ষেপ চান মাহমুদুর রহমান। বিচারক আদালতে দায়িত্বরত ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য জানান। মাহমুদুর রহমান নিজেও উপর মহলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বরং পুলিশ মাহমুদুর রহমানকে আদালত থেকে বের করে এনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে তুলে দেয়।’

‘ছাত্রলীগের সন্ত্রাসীরা মাহমুদুর রহমানকে কীভাবে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে তা ইতোমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেখেছেন। গুরুতর আহত হওয়ার পর তাকে চিকিৎসা নিতেও দেয়া হয়নি।’

ফখরুল বলেন, ‘একজন জনপ্রিয় সম্পাদকের ওপর এভাবে নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মাহমুদুর রহমান গণতন্ত্রের প্রশ্নে সবসময় সোচ্চার। তাই এই সরকার পরিকল্পিতভাবে হামলা করিয়েছে। এই সরকার দেশের সবকিছু ভেঙে দিয়েছে। মানুষের অধিকার হরণ করেছে। তীব্র আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারকে সরিয়ে দিতে হবে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

এই বিভাগের সব খবর

শিরোনাম :