মহাসড়ক-রেললাইনে কোরবানির পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২০:২৯

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক, রেললাইনের ওপর ও আবাসিক এলাকায় কোনো পশুর হাট বসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট কোরবানির ঈদ ঈদুল আজহা উদযাপিত হবে। তিনি বলেন, এখন পর‌্যন্ত সিদ্ধান্ত রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২২টি। পরে চাহিদা বাড়লে সর্বোচ্চ ২৯টি হাট বসবে। তবে মহাসড়ক ও আবাসিক এলাকায় কোনো পশুর হাট বসবে না। রেললাইনের ওপরও কোনো হাট বসতে পারবে না।

প্রতিটি গরুর হাটে পুলিশ ও র‌্যাবের ক্যাম্প থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাটগুলো সিসিটিভির আওতায় থাকবে। যদি কেউ অনেক বেশি টাকা নিয়ে চলাচলে নিরাপদ বোধ না করেন তাদের জন্য হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর মানি স্কোয়াড টিম থাকবে। জাল টাকা শনাক্ত করার জন্য বসানো হবে বাংলাদেশ ব্যাংক ও ডিএমপি জালনোট শনাক্তকরণের মেশিন।

এবার পশুর হাটের খাজনা মেইন গেটে টানিয়ে রাখতে হবে। মন্ত্রী বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না। নির্ধারিত সীমানার বাইরে কোনো পশুর হাট বসবে না। যানজট নিরসনে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুবাহী যানবাহন কোন হাটে যাবে সেটা ব্যানারে ট্রাকের সামনে টানিয়ে রাখতে হবে। তাহলে কেউ জোর করে গাড়ি থামিয়ে অন্য হাটে নিতে পারবে না।

কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানান মন্ত্রী।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :