মহাসড়ক-রেললাইনে কোরবানির পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২০:২৯

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক, রেললাইনের ওপর ও আবাসিক এলাকায় কোনো পশুর হাট বসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট কোরবানির ঈদ ঈদুল আজহা উদযাপিত হবে। তিনি বলেন, এখন পর‌্যন্ত সিদ্ধান্ত রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২২টি। পরে চাহিদা বাড়লে সর্বোচ্চ ২৯টি হাট বসবে। তবে মহাসড়ক ও আবাসিক এলাকায় কোনো পশুর হাট বসবে না। রেললাইনের ওপরও কোনো হাট বসতে পারবে না।

প্রতিটি গরুর হাটে পুলিশ ও র‌্যাবের ক্যাম্প থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাটগুলো সিসিটিভির আওতায় থাকবে। যদি কেউ অনেক বেশি টাকা নিয়ে চলাচলে নিরাপদ বোধ না করেন তাদের জন্য হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর মানি স্কোয়াড টিম থাকবে। জাল টাকা শনাক্ত করার জন্য বসানো হবে বাংলাদেশ ব্যাংক ও ডিএমপি জালনোট শনাক্তকরণের মেশিন।

এবার পশুর হাটের খাজনা মেইন গেটে টানিয়ে রাখতে হবে। মন্ত্রী বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না। নির্ধারিত সীমানার বাইরে কোনো পশুর হাট বসবে না। যানজট নিরসনে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুবাহী যানবাহন কোন হাটে যাবে সেটা ব্যানারে ট্রাকের সামনে টানিয়ে রাখতে হবে। তাহলে কেউ জোর করে গাড়ি থামিয়ে অন্য হাটে নিতে পারবে না।

কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানান মন্ত্রী।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

ঢাকার ৫৫০ বিআরটিসির বাস ঈদে সারাদেশে চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :