মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২১:৫৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাজীব (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার আসমানখালী বাজারের অদূরে টাওয়ার মোড়ে এ হত্যার ঘটনা ঘটে।

পূর্ববিরোধের জের ধরে পাঁচজন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পরপরই এ হত্যায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রাজীব আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে।

আলমডাঙ্গার গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মাসাদুর রহমান জানান, রাজীব পেশায় একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মত রবিবার রাতেও আসমানখালী বাজার থেকে মাছ বিক্রি করে নিজ ভ্যানযোগে বাড়িতে ফিরছিল। রাত ৮টার দিকে রাজীব আসমানখালী বাজারের অদূরে টাওয়ার মোড়ে পৌঁছালে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবজেল আলী জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। এ হত্যায় অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিনজনই নিহত রাজীবের প্রতিবেশী। বাকি দুইজনকে তেমন চেনা যায়নি।

হত্যাকাণ্ডের পরপরই আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

একই সাথে এ হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়। তবে তাৎক্ষাণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তাৎক্ষাণিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :