দ্বিতীয় উইকেট জুটিতে নয়া রেকর্ড সাকিব-তামিমের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ২২:৫৭ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২২:২৩

দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়াতেই পারেননি তামিম-সাকিবসহ দলের ব্যাটসম্যানরা। পাঁচ দিনের ম্যাচে নিজেদের খাপ না খাওয়াতে পারলেও প্রথম ওয়ানডেতে ঘুরে দাঁড়িযেছেন তারা। দলীয় মাত্র এক রানে এনামুল হক বিজয়কে হারানোর পর অসাধারণ দৃঢ়তা দেখান ওপেনার তামিম ও ওয়ানডাউন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

শুরুর ধাক্কা সামলে ১০০ রান পেরিয়ে এ জুটি তুলে নিয়েছেন ২০৭ রান। দ্বিতীয় উইকেটে যেটি দেশের জন্য নয়া রেকর্ড। দ্বিতীয় উইকেট জুটি ইমরুল কায়েস- জুনায়েদ সিদ্দিকি মিলে ১৬০ রান করেছিলেন ২০১০ সালে, ডাম্বুলাতে, পাকিস্তানের বিপক্ষে। এতদিন এটাই ছিল দ্বিতীয় উইকেট জুটিতে দেশের সর্বোচ্চ রান।

রবিবার তামিম- সাকিব মিলে ওই রেকর্ড ভেঙে দিলেন। যেকোনো উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। গত বছর কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৪ রান করেছিলেন সাকিব- রিয়াদ পঞ্চম উইকেট জুটিতে।

(ঢাকাটাইমস/২২জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :