তামিমের দশম সেঞ্চুরি, সাকিবের ৩ রানের আফসোস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:৩৬ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২৩:০৬

জোড়া হাফ সেঞ্চুরি করে দলকে বিপদ থেকে টেনে তুলেছিলেন সাকিব-তামিম। সেই জোড়া হাফসেঞ্চুরিকে তামিম সেঞ্চুরিতে পরিণত করতে পারলেও মাত্র তিন রানের জন্য তিন অঙ্কের ঘরে পৌছাতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব সাজঘরে ফেরেন ৯৭ করে। গায়ানাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৬ বলে ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটি তুলে নেন তামিম ইকবাল। সেঞ্চুরি করতে খেলেন সাতটি চারের মার।

যদিও এটি ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে ধীরগতির শতক। গতবছর জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেন তামিম ইকবাল।

শেষমেষ চেনা ফরম্যাটেই স্বরূপে ফিরেন সাকিব-তামিমরা। শুরুতেই দলীয় ১ রানে ১ উইকেট হারিয়ে টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও ভরাডুবির পূর্বাভাস দিচ্ছিলো মাশরাফি বাহিনী। কিন্তু দলের বিপদে হাল ধরেন দুই অভিজ্ঞ সেনানী সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

৯১ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ক্যারিয়ারের ৪২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন টাইগার ওপেনার তামিম ইকবাল।সাকিবও দেখেশুনে ব্যাট চালিয়ে ৬৮ বলে ৩ চারে ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :