গেইলকে আম্পায়ার বাঁচালেও, রুবেলের বলে এলবি হোপ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ০১:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০১৮, ০২:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বেঁচে গেলেন ওপেনার ক্রিস গেইল। নিশ্চিত এলবি থাকলেও ভারতীয় আম্পায়ার এস রবি বাংলাদেশের ন্যায্য আবেদন অগ্রাহ্য করেন। অবশ্য দোষ ছিল উইকেট কিপার মুশফিকেরও। মাশরাফি, বোলার মিরাজ রিভিও নিতে চাইলেও মুশফিক নিরুৎসাহিত করেন। ফলে রিভিউ চায়নি বাংলাদেশ। আর তাতে বড় বাঁচা বেঁচে যান গেইল।

টিভি রিপ্লেতে দেখা গেছে, নিশ্চিত এলবি ছিলেন গেইল। মিরাজের ওভারের শেষ বলটি সরাসরি স্ট্যাম্পে আঘাত করতো। তখন ১৮ রানে ব্যাট করছিলেন গেইল।

অবশ্য পরের ওভারের প্রথম বলেই রুবেলের বলে এলবি হয়ে যান সাই হোপ। এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৬ ওভারে দুই উইকেটে ৫৬।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৭৯ রানের বড় স্কোর দাঁড় করে বাংলাদেশ। তামিম করেন অপরাজিত ১৩০ রান। ৯৭ রানে আউট হন সাকিব। শেষ দিকে ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিক।

রবিবার গায়ানাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/ডিএই