মুস্তাফিজের জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০৪:০৭ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ০২:৫৬

পরপর দুই বলে দুই উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। প্রথমে ৩৬তম ওভারের দ্বিতীয় বলে দারুণ খেলতে থাকা হেটমেয়ারকে ৫২ রানে বিদায় করে দলে স্বস্তি এনে দেন ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে রোভম্যান পাওয়েলকে ১০ রানে মুশফিকের ক্যাচে পরিণত করেন কাটার বয়। এরপর মাশরাফি ১৭ রানে জেসন হোল্ডারকে বিদায় করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

এর আগে একে একে ফিরে যান এভিন লুইস (১৭), সাই হোপ (৬), ক্রিস গেইল (৪০), জেসন মোহাম্মদ (১০)।

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩৭ ওভারে ৭ উইকেটে ১৫০।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৭৯ রানের বড় স্কোর দাঁড় করে বাংলাদেশ। তামিম করেন অপরাজিত ১৩০ রান। ৯৭ রানে আউট হন সাকিব। শেষ দিকে ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিক।

রবিবার গায়ানাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :