আন্তর্জাতিক ক্রিকেটে ‘নিষিদ্ধ’ লঙ্কান ক্রিকেটার

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ১৩:৫৪ | আপডেট: ২৩ জুলাই ২০১৮, ১৪:২৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুনাথিলাকা। আচরণবিধি ভঙ্গের দায়ে এমন শাস্তির মুখে পড়েন এই ক্রিকেটার। তাছাড়া নিষিদ্ধ হওয়ার পরে তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের ম্যাচ ফি দিতেও নারাজ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

গুনাথিলাকা শাস্তি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়ায় প্রাথমিক তদন্তের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন গুনাথিলাকাকে এমন শাস্তি দেওয়া হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায় নি। তবে চলতি বছরে বাংলাদেশ সফরে তার নামে আচরন ভঙ্গের অভিযোগ উঠে। সেই সিরিজে বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় কটূক্তি করেন গুনাথিলাকা। তখনই তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে তখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এর আগেও শৃঙ্খলাজনিত সমস্যায় শাস্তির মুখে পড়েছেন গুনাথিলাকা। গত বছর শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে ছয়টি ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও বাদ দেওয়া হয়েছিলো।  

(ঢাকাটাইমস/২৩জুলাই/এইচএ)