ফরিদপুরে গুণী কর্মকর্তাদের সম্মাননা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৪:৩৯

জাতীয় পাবলিক সার্ভিস দিবসে ফরিদপুরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ গুণী কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বেলা সাড়ে ১১টায় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভায় এই সম্মাননা দেয়া হয়।

সম্মাননায় রয়েছে একটি ম্যাডেল, সনদপত্র ও বঙ্গবন্ধুর লেখা বই কারাগারের রোজনামচা।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- সফল উপজেলা চেয়ারম্যান সদরপুর কাজী শফিকুল রহমান, সফল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুল আলম, সফল ইউএনও ফরিদপুর সদর প্রভাংশু সোম মহান, জনবান্ধব এসিল্যান্ড ফরিদপুর সদর পারভেজ মল্লিক, আইন-শৃঙ্খলায় বিশেষ অবদানে র‌্যাব-৮ এর ফরিদপুর কোম্পানি অধিনায়ক মো. রইচ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন প্রমুখ।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসনের কার্যালয়ে শেষ হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনায় অংশ নেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :