লিসবনের ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৬:২৩

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ৪৯তম আসর পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে।

রবিবার সকালে লিসবন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিশ্বের ৮৭টি দেশের ৪৪৭ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্তুগালের শিক্ষা সচিব জোয়ান কোস্টা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লিসবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. হানস জর্ডান।

এরপর অনুষ্ঠানে অতিথিরা ৪৯তম ফিজিক্স অলিম্পিয়াডের স্মারক ডাকটিকেট উন্মোচনের মাধ্যমে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের সূচনা করেন এবং অংশ গ্রহণকারী ৮৭টি দেশের শিক্ষার্থীদের বড় পর্দার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগী নটরডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর ও বরিশাল জিলা স্কুলের ইমতিয়াজ তানভীর রাহিম হাত নেড়ে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ দলের লিডার হিসেবে আছেন দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।

গত বছর বাংলাদেশ দল আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিয়ে প্রথমবারের মত একটি রৌপ্য পদক পায়। এছাড়া ওই আসরে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক পদকও পায়।

(ঢাকাটাইমস/২৩জুলাই/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :