ভৈরবে নদীর পাড় থেকে জেলের লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৯:১২
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবের পানাউল্লারচর নদীর পাড় থেকে সোমবার সকালে ইদ্রিস মিয়া নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে।

নিহতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়রা পানাউল্লারচরে ইদ্রিস মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, নিহত ইদ্রিস মিয়া পেশায় একজন জেলে। তিনি দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এই নিয়ে একই এলাকার অন্য জেলেদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এর জের ধরে তার জাল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তাদের ধারণা, প্রতিপক্ষ জেলেরা তাকে একা পেয়ে রাতের কোনো এক সময় হত্যা করে পালিয়ে যায়।

ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, তাকে খুন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :