২৫ হাজার মিটার কারেন্ট জালে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৯:৩৩

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত মহানন্দা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করে।

সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় খালঘাটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, পুলিশসহ জনসাধারণের সামনে আটক জাল পুড়িয়ে ধ্বংস করেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সকাল থেকে মহানন্দা নদীর খালঘাট থেকে উত্তরে ১২ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় বালিয়াডাঙ্গা খেয়াঘাট নামক স্থান ও বিভিন্ন জেলেদের বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি অর্থাৎ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। তবে এসময় কারেন্ট জাল ব্যবহারকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :