বকবক নয়, ‘ডাইরেক্ট অ্যাকশনে’ বিশ্বাসী কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২৩:৫৭ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৯:৩৬

‘বকবক’ পছন্দ নয় ওবায়দুল কাদেরের। ‘লম্বা ভাষণেও’ বিশ্বাস নেই তার। বলেছেন, তার পছন্দ ‘ডাইরেক্ট অ্যাকশন’।

সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘জ্যাম’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমি বেশি বকবক করা এবং লম্বা ভাষণে বিশ্বাস করি কম, আমি সবসময় ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী।’

দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে কাদের বলেন, ‘পদ্মাসেতু আমাদের একটা মেগা প্রজেক্ট। নিন্দুকেরা বলেছিল, আমরা নাকি মাটিতে বসে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখছি। পদ্মা সেতু এখন দৃশ্যমান, কিন্তু নিন্দুকেরা ঠিকই অদৃশ্য হয়ে গিয়েছে।’

‘বর্তমানে বাংলাদেশে যোগাযোগ ব্যাবস্থার একটা বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে। আগামী দুই-চার বছরের মধ্যে বাংলাদেশে সড়ক ব্যবস্থায় আর কোন অকল্যাণকর কিছু থাকবে না।’

‘সড়কে কিছু কিছু ভুলের কারণে আমাদের দুর্ঘটনা হয়। এগুলো আমাদের সচেতনতার অভাবে হয়, কিছু মানুষ ঢালাওভাবে সরকারকে দোষ দিয়ে দেয়। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।’

‘যানজট নিয়ন্ত্রণ করতে হলে আমাদের আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। ঠিকঠাকভাবে ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে।’

চলচ্চিত্র নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘মানুষের সচেতনতা বৃদ্ধির একটি অন্যতম বড় বিজ্ঞাপন হচ্ছে সিনেমা। ১৯৭২ সালে আমাদের মুক্তিযুদ্ধে জয়লাভে সিনেমা একটি বড় ভুমিকা রেখেছিল।’

‘জ্যাম’ সিনেমাটি ট্রাফিক আইন নিয়ে সচেতনতা তৈরি করতে ভূমিকা রাখবে বলেও আশাবাদী ওবায়দুল কাদের।

প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী এই ‘জ্যাম’ সিনেমা তৈরি করবে। মান্নার অবর্তমানে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন তার স্ত্রী শেলী মান্না। কাহিনি লিখেছেন প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তা, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামান, অভিনেত্রী পূর্ণিমা, ফেরদৌস, আহম্মদ শরীফ।

সড়ক মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় জীবন ঘনিষ্ঠ ছবি চাই। জীবন থেকে বিচ্যুত ছবি আমরা চাই না। জ্যাম সিনেমাটি সেখানে অনেক বড় ভুমিকা রাখবে বলে আমি মনে করি।’

‘মাননীয় প্রধানমন্ত্রী একজন সিনেমাপ্রেমী মানুষ। আশা করি জ্যাম সিনেমাটিও তার কাছে প্রিয় হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিল্পীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তাই আপনারা যদি ভালো থাকতে চান, তাহলে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।’

দেশে ৫০ থেকে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ হয় জানিয়ে কাদের বলেন, ‘এতো কম টাকায় কি ছবি হয়? একটা ছবি করতে পাঁচ কোটি টাকা খরচ করবেন।’

অনুষ্ঠানস্থলে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমকে উদ্দেশ্য করে সড়ক মন্ত্রী বলেন, ‘আপনি সরকারের কোষাগার থেকে ভালো ছবি নির্মাণের জন্য প্রয়োজনে অর্থ ব্যয় করেন। এতো কম টাকায় কি ছবি হবে বলেন?’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুইদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হাইব্রিড সুশীলেরা প্রশ্ন করেছেন সামান্য একটা মহরত প্রোগামে কেন দুইজন মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে? আর কেনই বা তারা সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সংস্কৃতিমনা, তাই আমরা এখানে এসেছি।’

ঢাকাটাইমস /২৩জুলাই/এসআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :