চার সপ্তাহেও খোঁজ মিলেনি এনজিও কর্মচারী সঞ্জয়ের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৯:৫৫

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রামের সুরেশ চন্দ্র মহন্তর ছেলে টিএমএসএস’র কর্মচারী সঞ্জয় কুমার চার সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

গত ২৮ জুন তার কর্মস্থল টিএমএসএস শরীয়তপুর শাখা হতে বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলার মাঝিরঘাটের উদ্দেশ্যে অফিস থেকে বের হন। এরপর আর অফিসে ফিরে আসেননি তিনি।

সঞ্জয়ের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে গত ২৮ জুন টিএমএসএস শরীয়তপুর শাখার ব্যবস্থাপক জহির রায়হান শরীয়তপুর জেলার পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে দীর্ঘদিনেও সঞ্জয়ের কোন সন্ধান না পেয়ে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

সোমবার বিকালে সঞ্জয়ের বাবা সুরেশ চন্দ্র জানান, গত মাসে আমার ছেলে বাড়ি থেকে শরীয়তপুর যায়। ২৮ জুন আমার ছেলের সাথে মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে তার সাথে আমাদের আর কোন যোগাযোগ নেই। জানি না আমার ছেলে কোথায় আছে। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :