নড়াইলে গুলিতে ‘ডাকাত’ নিহত

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ০৮:৫৮

নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী তিনি ডাকাত দলের সদস্য।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামপরিচয় জানাতে না পারলেও তিনি ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত পুলিশ। এ সময় ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

এছাড়া বুন্দকযুদ্ধের সময় লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান, এএসআই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, কচুবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালাতে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাতের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :