মাদারীপুরে অধ্যক্ষের মারধরে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১৭:১০

মাদারীপুরের কালকিনিতে তিন শিক্ষার্থীকে অধ্যক্ষের মারধরে মঙ্গলবার সকালে প্রায় শতাধিক শিক্ষার্থী কলেজ থেকে বের হয়ে ক্লাস বর্জন করেন। এ নিয়ে ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের হোস্টেলে থাকা এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার রাতে বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এসে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কিছু না বলে উল্টো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমনসহ তিনজনকে গালমন্দ দেন এবং মারধর করেন।

এর প্রতিবাদে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে কলেজ থেকে বের হয়ে গিয়ে ক্লাস বর্জন করেন। পরে কলেজ হোস্টেল সুপার পঙ্কজ কান্তি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ডাসার থানার ওসি এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, তিন শিক্ষার্থীকে অধ্যক্ষ স্যার এসে মারধর করার কারণে আমরা ক্লাস বর্জন করেছি। দ্বন্দ্ব করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, অথচ অধ্যক্ষ স্যার আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মারধর করেছেন।

অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, রাতের আধারে শিক্ষার্থীদের মাঝে হঠাৎ উত্তেজনা দেখা দিলে আমি গিয়ে কয়েকটি চর থাপ্পর দিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। সকালে তারা ক্লাস বর্জন করলে আমরা তাদেরকে ফিরিয়ে আনি।

এ ব্যাপারে ডাসার ওসি এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবাইকে শান্ত থাকার জন্য বলে দিয়েছি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এসটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :